Postlar filtri


ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৮.৭৭ শতাংশ


এবার গুচ্ছ থেকে বের হল বরিশাল বিশ্ববিদ্যালয়




নোবিপ্রবির "বিজ্ঞান" অনুষদকে "বিজ্ঞান" ও "জীববিজ্ঞান" দু'টি আলাদা অনুষদে বিভক্ত করার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।


জাবিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ রাত ১১.৫৯ মিনিটে




Confusing Questions dan repost
🔛Free Ju D Unit Preparation


🔗 Telegram Channel Link:
https://t.me/JU_D_Unit_Preparation


Confusing Questions dan repost
বহু প্রতীক্ষিত মেডিকেল এডমিশন টেস্ট এর রেজাল্ট দিয়ে দিলো,

যারা চান্স পেয়ে গেছো তাদের অভিনন্দন। অবশ্যই এই কৃতিত্ব তোমার। তোমাদের নিয়েই এখন সবাই মেতে থাকবে।

কিন্তু যারা চান্স পাও নি, আমরা চাচ্ছি তাদের জন্য কিছু করতে।

যারা মেডিকেল প্রিপারেশন নেয়ার পরেও চান্স পাওনি, তাদের জন্য সামনে অনেক রাস্তা খোলা।

তোমরা চাইলে যেকোন ভার্সিটির প্রিপারেশন নিতে পারো। যেমন: ঢাবি, জাবি, সাস্ট এছাড়াও গুচ্ছ এবং কৃষি গুচ্ছ তো আছেই।

কিন্তু মেডিকেল প্রিপারেশন যারা নেয় কিন্তু কোনো না কোনো কারণে মেডিকেল মিস হয়ে যায়,  তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে

"জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়" এর 'ডি' ইউনিট (JU D UNIT) এর সাবজেক্ট গুলো।

কারণ, এই ইউনিট এর এক্সাম প্রিপারেশন মেডিকেল এর সাথে অনেকটুকুই মিলে যায়।

পরীক্ষার মানবণ্টন দেখলে তোমরা বুঝতে পারবে,

জীববিজ্ঞান -> ৪৪ (উদ্ভিদবিজ্ঞান-২২, প্রাণীবিজ্ঞান- ২২

চলো দেখি এখানে কোন কোন সাবজেক্ট আছে-
১. ফার্মেসি
২. বায়োকেমিস্ট্রি এণ্ড মোলিকুলার বায়োলজি
৩. বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৪. পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স
৫. প্রাণীবিজ্ঞান
৬. উদ্ভিদবিজ্ঞান

প্রত্যেকটা সাবজেক্ট এর জব ফিল্ড ও অনেক ভালো।

চ্যানেলটিতে যা যা করা হবে:
১. JU D UNIT এ চান্সপ্রাপ্ত ভাই ও আপুদের প্রতিনিয়ত গাইডলাইন।

২. রুটিনভিত্তিক পোল সলভ। 

৩. ফাইনাল মডেল টেস্ট

ExamMate এর সাথে তোমাদের যাত্রা শুভ হোক। 


ADON

JU- D 97th (Session: 2023-24)
Currently Studying in: Department of Biochemistry & Molecular Biology.

GST: SUST (BMB)

Ex: Notre Dame College, Dhaka


মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় চান্স পাওয়া নাতি-নাতনিরা বাদ পড়বেন ।


অফটপিক :

জাফলং এবং চা গবেষণা ইনস্টিটিউট এর আশেপাশে কেউ থাকলে অথবা জায়গা গুলো নিয়ে ভালো ধারনা থাকলে কাইন্ডলি একটু বটে মেসেজ দিবেন।

@Invisible_the_bot










চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে আবেদন শেষ হবে আগামীকাল (২০ জানুয়ারি)।


৭৫.২৫ পেয়ে ৩৮৪২ আর ৭৩ পেয়ে ৫৬৬৭,কাটমার্ক সম্ভবত ৭৩.৫+


ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে


এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫


মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ


আবেদনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।

এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।

20 ta oxirgi post ko‘rsatilgan.