আসসালামু আলাইকুম।আশা করি সকলে ভালো আছেন।
ঈদ উপহার নিয়ে অনেকেরই অনেক মত ছিলো। অনেকে ভেবেছিলো, অনেক কিছু, অন্তত অনেক দামি কিছু দেবো। কিন্তু, দুঃখের বিষয়, সবাইকে হতাশ করে আমরা সামান্য একটা (মুলত কয়েকটা) Bot নিয়ে আসলাম।
আমরা বলতে, আমি
Gossip Ahsan ও
MNR From 2020 😅।
বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্র হিসেবে টেলিগ্রাম নিঃসন্দেহে একটি দারুন জায়গা। এই জায়গাকে আর একধাপ এগিয়ে নিয়ে যেতে আমরা নিয়ে আসলাম একটি Bot, নামঃ
Sikkha - শিক্ষা Bot ।
⁉️
কি আছে এই Bot এ?➡ ️এই Bot একাধারে অনেকগুলো Bot এর কেন্দ্রীয় Bot. বিভিন্ন ধরণের জিনিস এই Bot এ পাওয়া যাবে, যেমনঃ
১।
গাইডলাইনঃ শিক্ষাক্ষেত্রে আমাদের নানা ধরণের প্রশ্ন থাকে, যেমনঃ অনলাইন ক্লাস কিভাবে করবো, কোথায় কোন ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য কিভাবে পড়া দরকার, মেডিকেলের জন্য কিভাবে পড়া দরকার, ইত্যাদি। এসবের বিস্তারিতভাবে উত্তর দেয়া আছে এখানে। (
এখন অব্দি এখানে এই ৪টি গাইডলাইনই আছে )
২।
রিভিউঃ এই বোতাম একাধারে একটু Complex ও Special । এখানে গেলেই প্রথমে দেখতে পাবেন কিছু বোতাম এখানে
University review, University Subject Review ও শিক্ষাবিষয়ক বিভিন্ন YouTube চ্যানেলের রিভিউ আছে। আগেই বলে রাখছি, একটা রিভিউও আমরা নিজে লিখি নি। ইন্টারনেট থেকে সব সংগ্রহ করা। কোন রিভিউ কোথায় থেকে সংগ্রহ করা হছে, সেটিও উল্লেখ করা হয়েছে।
৩।
অনলাইন পরিক্ষাঃ পড়াশুনা করার পর নিজেকে যাচাই করার জন্য এই Bot টি বানানো হয়েছে। এই বোতামে চাপ দিয়ে আপনারা "Question Pedia" নামের একটি
Bot পাবেন যেখানে আপনি লাইভ পরিক্ষা দিতে পারবেন ও পরিক্ষা শেষে রেজাল্টও পাবেন! সাথে কোনগুলো ঠিক, কোনগুলো ভুল, সেটিও দেখতে পাবেন🙂। (এই Bot এর হেড
Gossip Ahsan । যে কোনো অভিযোগ, পরামর্শ অথবা মতামত জানাতে পারেন।)
৪।
HSC দের অনলাইন ক্লাসঃ যারা HSC স্টুডেন্ট, তাদের জন্য বিশেষভাবে এটি(মানে আরকি এগুলো😅) বানানো। এখানে HSC Short সিলেবাসের অধ্যায়গুলোর YouTube এ পাওয়া যায় এমন কিছু ক্লাসের লিংক যুক্ত করা আছে যেগুলো ব্যাবহার করে আপনি ক্লাস অনলাইন ক্লাস করতে পারবেন। এখানে "Study on YouTube!" এর বিভিন্ন উপ Bot আছে। (এই বটের হেড
MNR from 2020। যে কোনো অভিযোগ, পরামর্শ অথবা মতামত জানাতে পারেন।)
৫।
এডমিশন পরিক্ষার্থীদের অনলাইন ক্লাসঃ যারা এডমিশন দিবেন, তাদের জন্য বিশেষভাবে এটি বানানো। এখানে আপাতত শুধু
ভার্সিটি 'ক' ও 'ঘ' বিভাগের জন্য ব্যাবস্থা করা সম্ভব হয়েছে। আগামীতে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও গুচ্ছের জন্যেও Bot বানানোর পরিকল্পনা চলছে।
৬। সবসময় কাজে লাগে এমন কিছু Bot এর লিংক, কাজ ও কিভাবে ব্যাবহার করতে হবে এসব আছে।
৭। আর কিছু নেই 🙃। মানে বাকি বোতামগুলোর মধ্যে একটি ব্যাবহার করে আমাদের মুল আপডেট চ্যানেলে যেতে পারবেন যেখানে আমরা Bot এ নতুন কি আনছি (ও আগামিতে এই চ্যানেলে অনেক রিসোর্স শেয়ার করা হবে) সেসব থাকবে। একটির মাধ্যমে আমাদের সাথে Bot এর মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবেন। একটিতে চাপ দিয়ে আমাদের সাথে ব্যাক্তিগতভাবে যোগাযোগের লিংক পাবেন। আর বাকি কি বোতামের কি কাজ সেটা ব্যাবহার করা শুরু করলে নিজেই বুঝতে পারবেন 🙃।
অনেক কিছুর কাজ এখনও শেষ হয়নি৷ তাই, তার পাশে ক্রস(❌) চিহ্ন দেয়া হয়েছে।
প্রতিনিয়ত এই বটের কি কি আপডেট করা যায়, তা নিয়ে প্রতিনিয়ত চিন্তা করা হচ্ছে। আপনারাও চাইলে আমাদের এই উদ্যেগে সাহায্য করতে পারবেন। আপনারা "অভিযোগ, পরামর্শ, মতামত" বিভাগে যে কোনো অভিযোগ, পরামর্শ কিংবা মতামত জানাতে পারেন 😀!!
যাই হোক,
Bot টিতে কি কি আছে, বলা তো হলো। Bot - টি ব্যাবহারে যদি এর পরেও কারও সমস্যা হয়ে থাকে, এই ভিডিওটি দেখতে পারেনঃ
Main Bot Tutorial আর, সবগুলো বট কিভাবে ব্যাবহার করতে হবে, তারও টিউটরিয়াল বানানো হয়েছে! সেগুলো এই প্লেলিষ্টে পাবেনঃ।
All Tutorialখুব বেশিকিছু না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
এই পোস্টটি চাইলে আপনি আপনার গ্রুপ, চ্যানেলে Forwoard করতে পারেন! আপনার যতজনকে ইচ্ছা Forwoard করুন, কোনো সমস্যা নেই। শুধু ভুলেও নিজের বলে দাবি করতে যাবেন না। তাহলে আপনিই লজ্জায় পরে যাবেন। অনেকে অনেক কিছুই নিজের বলে দাবি করে। তাই, ইচ্ছে ছিলোনা, তবুও সব Bot এ কে বানিয়েছে, তা উল্লেখ করেছি।
ধন্যবাদ 🥰।