⁉️Question 37⁉️
♦️রিভিশনের/তিলাওয়াতের সময় ৩, ৪ আলিফ মাদ্দের পরিমাণ ঠিক রাখতে পারিনা। দেখা যায় এক আয়াতে ৩ আলিফ যতটুকু পরিমান টেনেছি, পরের আয়াতে ৩ আলিফ আগেরটার তুলনায় একটু বেশি টেনে ফেলেছি। এক্ষেত্রে কি গুনাহ হবে এবং এর সমাধান কি?
✨উত্তরঃ আপনাকে টিচারের কাছে যেতে হবে যিনি আপনাকে মাদ্দগুলো ঠিকমতো হচ্ছে কি না এ ব্যাপারে নিশ্চিত করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশ করবেন। আর যতদিন তা না হচ্ছে ততদিন ড. আইমান সুয়াইদ বা শাইখ ইবরাহীম আল আখদারের তিলাওয়াত শুনতে পারেন। এরপর আপনি নিজেরটা রেকর্ড করে শুনে মিলিয়ে নিতে পারেন কখন ঠিক হচ্ছে বা হচ্ছে না। এভাবে চেষ্টা করতে পারেন। তবে শেষ পর্যন্ত আপনাকে কারও গাইডেন্সে যেতেই হবে এটা ঠিক করে নেওয়ার জন্য।
~ উস্তাযা নায়লা নুযহাতের হিফজ কাউন্সেলিং গ্রুপের অডিও প্রশ্নোত্তর থেকে
♦️রিভিশনের/তিলাওয়াতের সময় ৩, ৪ আলিফ মাদ্দের পরিমাণ ঠিক রাখতে পারিনা। দেখা যায় এক আয়াতে ৩ আলিফ যতটুকু পরিমান টেনেছি, পরের আয়াতে ৩ আলিফ আগেরটার তুলনায় একটু বেশি টেনে ফেলেছি। এক্ষেত্রে কি গুনাহ হবে এবং এর সমাধান কি?
✨উত্তরঃ আপনাকে টিচারের কাছে যেতে হবে যিনি আপনাকে মাদ্দগুলো ঠিকমতো হচ্ছে কি না এ ব্যাপারে নিশ্চিত করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশ করবেন। আর যতদিন তা না হচ্ছে ততদিন ড. আইমান সুয়াইদ বা শাইখ ইবরাহীম আল আখদারের তিলাওয়াত শুনতে পারেন। এরপর আপনি নিজেরটা রেকর্ড করে শুনে মিলিয়ে নিতে পারেন কখন ঠিক হচ্ছে বা হচ্ছে না। এভাবে চেষ্টা করতে পারেন। তবে শেষ পর্যন্ত আপনাকে কারও গাইডেন্সে যেতেই হবে এটা ঠিক করে নেওয়ার জন্য।
~ উস্তাযা নায়লা নুযহাতের হিফজ কাউন্সেলিং গ্রুপের অডিও প্রশ্নোত্তর থেকে