আমার অনেক অসহায় লাগে তাদের কথা ভাবলে যাদের সময় আছে, সুযোগ আছে কিন্তু শুদ্ধ করে কুরআন উচ্চারণ করতে শেখার ইচ্ছেটাই নেই। আল্লাহ যেন তাদের হিদায়াত করেন। তারা বুঝতে পারছে না যে কবরের আলো নিজেরাই নিভিয়ে রাখছে। একসময় হয়ত প্রাণ সুযোগ খুঁজবে একটা আয়াত হলেও শেখার। কিন্তু আর পৃথিবীতে ফিরতে পারবে না।
যতক্ষণ জীবন আছে, সুযোগ কাজে লাগাতে হবে আমাদের।
যতক্ষণ জীবন আছে, সুযোগ কাজে লাগাতে হবে আমাদের।