বিস্ময়কর হলেও সত্য যে সম্প্রতি 'কালবেলা' পত্রিকায় আমার প্রকাশিত আর্টিকেলটি (মনের ইচ্ছা-স্বাধীন নারী-পুরুষ হওয়া) মূলধারার পত্রিকার #প্রথম বিপরীত ধর্মী আর্টিকেল!
অন্যদিকে কাওমে লু-ত মতাদর্শকে সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে গত ১৫ বছর ধরে দেশের মূলধারার মিডিয়া শত শত , প্রতিবেদন, সিরিজ অব ফলো-আপ প্রতিবেদন তৈরী করেছে।
প্রসংগত, শুধুমাত্র একজন ফেইক নারীকে সংসদের এমপি বানানোর এজেন্ডা নিয়ে বড় বড় মিডিয়া হাউজ গত প্রায় ৩ বছরে তাকে নিয়ে ৫০+ প্রতিবেদন (আর্টিকেল/ভিডিও) প্রকাশ করেছে।
অনলাইনে লক্ষ লক্ষ কন্টেন্ট তৈরী করেছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বেশকিছু জার্নাল আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে এমন #শব্দ_জাদু রয়েছে যা এই ফিল্ডের ছাড়া অন্যরা পিএইচডিধারী হলেও বুঝতে পারবে না। অনেক সেমিনার, গোল টেবিল বৈঠক হয়েছে।
এই অবস্থা্য দেশের পলিসি আলোচনায় তাদের জিতে যাওয়াই স্বাভাবিক।
নিশ্চিত করে বলতে পারি- যারা পলিসিমেকার তারা এই বিষয়ে তেমন ধারনা রাখেন না। তারা মূলত কিছু ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে যা শুনেন তা-ই বিশ্বাস করেন।
মনে রাখতে দেশে ৯০%+ মুসলিম। ধর্ম-কর্ম পালন না করলেও অন্তরে, আবেগে ইসলামকে ভালবাসেন, অন্তত মুসলিম হিসেবে পরিচয় দেন। অন্যান্য ধর্মের মানুষরা এই পরিবার বিধংসী মতাদর্শ সমর্থন করেন না।
তারা ২০০+ বছরে ধরে এজেন্ডা ঠিক করে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর আমরা ঘুমিয়ে আছি। বাংলাদেশের ইসলামিক স্কলার, একাডেমিশিয়ানরা বর্তমান বিশ্ব থেকে সম্ভবত ৫০ বছর পিছিয়ে আছেন।
আপনার সন্তান এবং বংশধরা নষ্টামীর খাদের কিনারায় অবস্থান করছে।
আর কত ঘুমাবেন?
#এ_যুগের_চ্যালেঞ্জ
অন্যদিকে কাওমে লু-ত মতাদর্শকে সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে গত ১৫ বছর ধরে দেশের মূলধারার মিডিয়া শত শত , প্রতিবেদন, সিরিজ অব ফলো-আপ প্রতিবেদন তৈরী করেছে।
প্রসংগত, শুধুমাত্র একজন ফেইক নারীকে সংসদের এমপি বানানোর এজেন্ডা নিয়ে বড় বড় মিডিয়া হাউজ গত প্রায় ৩ বছরে তাকে নিয়ে ৫০+ প্রতিবেদন (আর্টিকেল/ভিডিও) প্রকাশ করেছে।
অনলাইনে লক্ষ লক্ষ কন্টেন্ট তৈরী করেছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বেশকিছু জার্নাল আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে এমন #শব্দ_জাদু রয়েছে যা এই ফিল্ডের ছাড়া অন্যরা পিএইচডিধারী হলেও বুঝতে পারবে না। অনেক সেমিনার, গোল টেবিল বৈঠক হয়েছে।
এই অবস্থা্য দেশের পলিসি আলোচনায় তাদের জিতে যাওয়াই স্বাভাবিক।
নিশ্চিত করে বলতে পারি- যারা পলিসিমেকার তারা এই বিষয়ে তেমন ধারনা রাখেন না। তারা মূলত কিছু ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে যা শুনেন তা-ই বিশ্বাস করেন।
মনে রাখতে দেশে ৯০%+ মুসলিম। ধর্ম-কর্ম পালন না করলেও অন্তরে, আবেগে ইসলামকে ভালবাসেন, অন্তত মুসলিম হিসেবে পরিচয় দেন। অন্যান্য ধর্মের মানুষরা এই পরিবার বিধংসী মতাদর্শ সমর্থন করেন না।
তারা ২০০+ বছরে ধরে এজেন্ডা ঠিক করে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর আমরা ঘুমিয়ে আছি। বাংলাদেশের ইসলামিক স্কলার, একাডেমিশিয়ানরা বর্তমান বিশ্ব থেকে সম্ভবত ৫০ বছর পিছিয়ে আছেন।
আপনার সন্তান এবং বংশধরা নষ্টামীর খাদের কিনারায় অবস্থান করছে।
আর কত ঘুমাবেন?
#এ_যুগের_চ্যালেঞ্জ