Репост из: The Hacker News - Bangladesh 🇧🇩
আরে ভাই, হ্যাকার দুনিয়ার লোকজন! কেমন আছেন? গরম সিঙ্গারা আর এক কাপ চা নিয়ে বসেন, কারণ বাংলাদেশের সাইবার আকাশে উঠেছে নতুন এক তাজা সূর্য – National Vulnerability Disclosure Program (NVDP)!
সরকারি সিস্টেম, ব্যাংক, বা অন্য যে কোন গুরুত্বপূর্ণ জায়গার ঝামেলা খুঁজে বের করে তাৎক্ষণিক রিপোর্ট করুন NVDP তে! ভাবছেন, এতে কী হবে? দেশ সুরক্ষিত হবে, আর আপনিও পাবেন স্বীকৃতি ও পুরস্কার। NVDP বলছে, “এগিয়ে আসুন, হ্যাকার ভাইরা, দেশ রক্ষা এখন আপনার হাতে!”
তাহলে, ল্যাপটপ রেডি? আসুন, আপনার স্কিল দিয়ে বদলে দিই দেশের সাইবার ভবিষ্যৎ। একসঙ্গে গড়ে তুলি সুরক্ষিত ডিজিটাল বাংলাদেশ!
এইটা এমন এক প্ল্যাটফর্ম, যেখানে আপনি ইথিক্যাল হ্যাকার হয়ে "আমার বাগ আমার দায়" টাইপ ফিল নিয়ে দেশের সাইবার সুরক্ষায় অবদান রাখতে পারবেন। ভাবছেন, বাগ ধরবেন কীভাবে? আরে ভাই, গব্বর স্টাইলে "কিতনে বাগ হে ইয়ার?" বলে চিৎকার করবেন না। ঠান্ডা মাথায় খুঁজুন, রিপোর্ট দিন।
সরকারি সিস্টেম, ব্যাংক, বা অন্য যে কোন গুরুত্বপূর্ণ জায়গার ঝামেলা খুঁজে বের করে তাৎক্ষণিক রিপোর্ট করুন NVDP তে! ভাবছেন, এতে কী হবে? দেশ সুরক্ষিত হবে, আর আপনিও পাবেন স্বীকৃতি ও পুরস্কার। NVDP বলছে, “এগিয়ে আসুন, হ্যাকার ভাইরা, দেশ রক্ষা এখন আপনার হাতে!”
এনভিডিপি শুধু বাগ ধরার প্ল্যাটফর্ম নয়—এটা বাংলাদেশের সাইবার হিরো তৈরির মঞ্চ। তো, প্রশ্ন হলো—আপনি কবে হচ্ছেন পরবর্তী @TigerM@te1337?
তাহলে, ল্যাপটপ রেডি? আসুন, আপনার স্কিল দিয়ে বদলে দিই দেশের সাইবার ভবিষ্যৎ। একসঙ্গে গড়ে তুলি সুরক্ষিত ডিজিটাল বাংলাদেশ!
বিস্তারিত: https://bcsi.gov.bd/nvdp/