With the Qur'an


Kanal geosi va tili: ko‘rsatilmagan, ko‘rsatilmagan
Toifa: ko‘rsatilmagan



Kanal geosi va tili
ko‘rsatilmagan, ko‘rsatilmagan
Toifa
ko‘rsatilmagan
Statistika
Postlar filtri




⁉️Question 34⁉️

♦️উস্তাযা, ফজরের আগে বা পরে কুরআন নিয়ে বসলে মনোযোগ দিতে পারিনা , ঘুম এসে যায়।
যদি এমনিতে জেগে থাকি তখন ঘুম আসেনা।
বাচ্চারা ছোট, দিনের বেলায় হিফয ও রিভিশন করাটা কষ্টকর। ৩০/২৯ পারা শেষ (সূরা ত্বলাক পড়ছি )
নাসিহাহ দিন উস্তাযা, কিভাবে সময়টা কাজে লাগাতে পারি

✨উত্তরঃ
এটা শয়তানের ওয়াসওয়াসা। যখনই আমরা কুরআন নিয়ে বসি বা ভালো কিছু করি তখন ঘুম চলে আসে। এমনিতে হয়তো ঘুমটা তখন ছিল না।

তো এরকম হলে আপনাকে পড়তে থাকতে হবে। কিছুই করার নেই। আজকে ঘুম আসবে, কালকে আবার চেষ্টা করবেন। এভাবে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। একটা নির্দিষ্ট সময় অন্তত বসে থাকার চেষ্টা করবেন। মনে করবেন অনেক না পারি অন্তত ৩০ মিনিট বসে থাকি। পরের দিন আবার চেষ্টা করবেন। এরপর আস্তে আস্তে সময়টা বাড়ানোর চেষ্টা করবেন।

আমাদের উচিত সকাল থেকেই সজাগ থাকার এবং পড়াশোনা শেষ করার চেষ্টা করা। এটা সত্য যে বাচ্চা থাকুক বা না থাকুক ফজরের সময় যে পড়াটা হয় অন্য সময় তা হয় না। কেননা, এমনিতেই ফজরের সময় বা এর পরের সময়টাতে এই উম্মাহর জন্য বারাকাহ রয়েছে। আর তাছাড়া এই সময়টাতে সবাই ঘুমিয়ে থাকে বা সজাগ থাকলেও কেউ খোঁজ করে না। সবমিলিয়ে এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করা উচিত।
এজন্য অল্প করে হলেও প্রতিদিনই চেষ্টা করতে হবে। একদিন ঘুমিয়ে গেলে পরের দিন আর চেষ্টা করব না, এরকমটা না। বরং এরকম মনে করতে হবে যে এই নির্দিষ্ট টাইমটুকু আমি জাগবই ইনশাআল্লাহ।

এছাড়া আরও কিছু কাজ করতে পারেন। যেমনঃ

✅রাতে দ্রত ঘুমিয়ে পড়বেন
✅ আপনার হিফজ করার উদ্দেশ্যটাকে দৃঢ় করবেন
✅ শয়তানের থেকে আল্লাহ তা'আলার কাছে আশ্রয় চাইবেন
✅অল্প অল্প করে হলেও অভ্যাসটাকে ধরে রাখার চেষ্টা করবেন।

~ উস্তাযা নায়লা নুযহাতের হিফজ কাউন্সেলিং গ্রুপের অডিও প্রশ্নোত্তর থেকে


আমার অনেক অসহায় লাগে তাদের কথা ভাবলে যাদের সময় আছে, সুযোগ আছে কিন্তু শুদ্ধ করে কুরআন উচ্চারণ করতে শেখার ইচ্ছেটাই নেই। আল্লাহ যেন তাদের হিদায়াত করেন। তারা বুঝতে পারছে না যে কবরের আলো নিজেরাই নিভিয়ে রাখছে। একসময় হয়ত প্রাণ সুযোগ খুঁজবে একটা আয়াত হলেও শেখার। কিন্তু আর পৃথিবীতে ফিরতে পারবে না।

যতক্ষণ জীবন আছে, সুযোগ কাজে লাগাতে হবে আমাদের।


আগে ঘুমানো। ফজরে উঠা। সালাতের পরের যিকির শেষ করে কুরআন নিয়ে বসা- যখন হয়ত বেশিরভাগ মানুষ ঘুমে।

এভাবেই হয় একজন কুরআন স্টুডেন্টের দিনের আদর্শ সূচনা।


কুরআনের একটি আয়াতও পড়তে পারা অনেক বড় নিয়ামত। এর জন্য আমাদের উচিত শুকরিয়া আদায় করা। একটা সময় ছিল রামাদান ছাড়া কুরআন হয়ত আমরা অনেকেই খুলতামই না। সেই অন্ধকার থেকে আল্লাহ আমাদেরকে রোজ কুরআনের সাথে সময় পার করার আলোতে নিয়ে এসেছেন। শুকরিয়া তো করতেই হবে! কথায়, কাজে, আমলে!


সন্তানকে কুরআনের সাথে রাখতে চাইলে আপনার নিজেরও কুরআনের সাথে থাকতে হবে। কুরআন ভালোবাসতে হবে। সন্তানকে কুরআন ভালোবাসার মত পরিবেশ তৈরি করে দিতে হবে।




সম্মানিত ভাই ও বোনেরা,

জাজাকুমুল্লাহু খাইরান

আপনাদের অভূতপূর্ব ভালোবাসার কারণে আল্লাহর ইচ্ছায় আমাদের বই "কুরআনের সাথে পথচলা"র প্রথম মুদ্রণ প্রকাশের দুই সপ্তাহের মাঝেই শেষ হয়ে গিয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার

দ্বিতীয় মুদ্রণের কাজ চলছে এবং খুব শীঘ্রই বইটি আবার পাওয়া যাবে, ইন শা আল্লাহ

যারা বইটি অর্ডার করেছেন কিন্তু সাড়া পাচ্ছেন না, নতুন মুদ্রণ আমাদের হাতে আসার সাথে সাথেই বই পৌঁছে দেয়া হবে

সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার, শুরুতে এবং শেষে... আল্লাহ যেন আমাদের সকলের কুরআনের সাথে পথচলা সহজ করেন, এবং আমাদের থেকে কবুল করেন

বইটি অর্ডার করে রাখতে চাইলে:

https://forms.gle/wcxqFpMq9rfJiCbr6


⁉️Question 37⁉️

♦️রিভিশনের/তিলাওয়াতের সময় ৩, ৪ আলিফ মাদ্দের পরিমাণ ঠিক রাখতে পারিনা। দেখা যায় এক আয়াতে ৩ আলিফ যতটুকু পরিমান টেনেছি, পরের আয়াতে ৩ আলিফ আগেরটার তুলনায় একটু বেশি টেনে ফেলেছি। এক্ষেত্রে কি গুনাহ হবে এবং এর সমাধান কি?

✨উত্তরঃ আপনাকে টিচারের কাছে যেতে হবে যিনি আপনাকে মাদ্দগুলো ঠিকমতো হচ্ছে কি না এ ব্যাপারে নিশ্চিত করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশ করবেন। আর যতদিন তা না হচ্ছে ততদিন ড. আইমান সুয়াইদ বা শাইখ ইবরাহীম আল আখদারের তিলাওয়াত শুনতে পারেন। এরপর আপনি নিজেরটা রেকর্ড করে শুনে মিলিয়ে নিতে পারেন কখন ঠিক হচ্ছে বা হচ্ছে না। এভাবে চেষ্টা করতে পারেন। তবে শেষ পর্যন্ত আপনাকে কারও গাইডেন্সে যেতেই হবে এটা ঠিক করে নেওয়ার জন্য।

~ উস্তাযা নায়লা নুযহাতের হিফজ কাউন্সেলিং গ্রুপের অডিও প্রশ্নোত্তর থেকে


⁉️Question 39⁉️

♦️আমার সুরা মুলক প্রতি রাতে তিলাওয়াত করতে করতে মুখস্ত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তখন আমি তাজউইদ জানতামনা। এখন আমি কিভাবে এই সুরাটা সহিহ করে পড়ব বুঝতে পারছিনা। যদি বলতেন উস্তাযা।

✨উত্তরঃ✨

কোন উস্তাযার কাছে সুরা মুলক পড়া দিয়ে দেখে নিন কোথায় কোথায় সমস্যা আছে। এরপর সেগুলো ঠিক করে পূনরায় সুরাটা মুখস্থ করুন। যেহেতু আগে মুখস্থ করেছেন সেহেতু এবার মুখস্থ করতে বেশি কষ্ট হবে না। প্রয়োজনে অর্ধেক পেইজ করে ভেঙে ভেঙে মুখস্থ করুন। এরপর তাজউইদ ঠিক করে যে মুখস্থটা করেছেন সেটাই প্রতিরাতে পড়ার প্র‍্যাকটিস করুন। এভাবে করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।

~উস্তাযা নায়লা নুযহাতের হিফজ কাউন্সেলিং গ্রুপের অডিও প্রশ্নোত্তর থেকে


পাঠকের লেন্সে বই "কুরআনের সাথে পথচলা"

🌷🍃📸

--------

: বইটি পাবেন

https://forms.gle/wcxqFpMq9rfJiCbr6

এছাড়াও বিভিন্ন অনলাইন শপ এ, ইন শা আল্লাহ

আমাদের পেজ এ অর্ডার নিচ্ছি না


⁉️Question 45⁉️

♦️আমি জেনারেল লাইনের একজন স্টুডেন্ট। কিন্তু এখন আর আমার মন একদমই টানছে না এই লাইনে পড়ার। আমি ইসলাম নিয়ে পড়তে চাই, জানতে চাই, হিফজ করতে চাই। কিভাবে কি শুরু করব বুঝতেছিনা। উস্তাযা, যদি কোন গাইডলাইন দিতেন!!

✨উত্তরঃ✨

আপনি আগে দেখুন দিনে আপনার কতটুকু সময় আছে। সেই সময়টাকেই কাজে লাগান। এই সময়টুকুর মধ্যেই যতটুকু মুখস্থ করা যায় ততটুকু শুরু করুন। আপনি যদি বেসিক ইসলাম যেমনঃ কিভাবে সালাত পড়তে হয়, ইমান আক্বীদা ইত্যাদি বিষয় সম্পর্কে না জানেন তাহলে সেগুলো আগে জানতে চেষ্টা করুন। সাথে সাথে কিভাবে কুরআন শুদ্ধ করে পড়তে হয় সেটা জানুন এবং ছোট ছোট সূরা মুখস্থ করতে চেষ্টা করুন ইনশাআল্লাহ।

~উস্তাযা নায়লা নুযহাতের হিফজ কাউন্সেলিং গ্রুপের অডিও প্রশ্নোত্তর থেকে


পাঠকের লেন্সে বই "কুরআনের সাথে পথচলা"

🌹🍃📸

--------

: বইটি পাবেন

https://forms.gle/wcxqFpMq9rfJiCbr6

এছাড়াও বিভিন্ন অনলাইন শপ এ, ইন শা আল্লাহ

আমাদের পেজ এ অর্ডার নিচ্ছি না


পাঠকের লেন্সে বই "কুরআনের সাথে পথচলা"

🌹🍃📸

--------

: বইটি পাবেন

https://forms.gle/wcxqFpMq9rfJiCbr6

এছাড়াও বিভিন্ন অনলাইন শপ এ, ইন শা আল্লাহ

আমাদের পেজ এ অর্ডার নিচ্ছি না


⁉️Question 46⁉️

♦️আমি একজন গৃহিণী। বাচ্চারা খুব ছোট ছোট। বাসায় প্রায় সব কিছু একা করতে হয় । আমি একটা সাবজেক্টে ( জেনারেল লাইনের) অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করছি। আর একটা তাফসীর কোর্সে এনরোলড আছি। যেখানে প্রায় প্রতিটি শব্দের অর্থ মুখস্থ এবং বুঝতে হয় , ব্যাখ্যা পড়তে হয়। পরীক্ষা থাকে। অর্থাৎ সব কিছু মিলিয়ে খুব ব্যস্ত থাকতে হয়। আমার খুব ইচ্ছা কুরআন হিফজ করার। কিন্তু কার কাছে পড়া দিব, কিভাবে প্লান করব বুঝে উঠতে পারছি না। আমি ১ম পারার কিছু অংশ মুখস্থ করেছি । কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারছি না। আমাকে যদি কিছু গাইড লাইন দিতেন। জাযাকিল্লাহ খয়রন।

✨উত্তরঃ✨

ছোট বাচ্চা থাকলে আমি কখনোই কুরআন মুখস্থ করতে বা অনেক পড়াশোনা করতে পরামর্শ দিইনা। এই সময়টা নিজের বাচ্চাকে এবং নিজেকে অনেক কেয়ারের সাথে হ্যাণ্ডেল করার সময় এবং উপভোগ করার সময়ও বটে। এই বাচ্চাগুলোকে আল্লাহ তা'আলা দিয়েছেন, তাদের ছোটবেলাটা উপভোগ করাটাও একটা জরুরি বিষয়।
এজন্য আপনার জন্য পরামর্শ হলো আপনার লোড কমিয়ে আনুন। একবারে পড়বেন না তা নয়। দ্বীনি পড়াশোনা অবশ্যই করতে হবে। দ্বীনি পড়াশোনা ছাড়া একজন মু'মিন কখনোই থাকতে পারেনা। কিন্তু সেটা পরিস্থিতির উপর নির্ভর করে। একইসাথে সবকিছু হবেনা।

আপনার বাচ্চার তারবিয়্যাহরও প্রয়োজন আছে। আপনাকে আপনার বাচ্চারা টাইম টু টাইম ভালো এক্সামপল হিসেবে পাবে, আপনার থেকে তারা শিখবে। ওরা ছোট বলে যে কিছুই শিখছে না তা কিন্তু না। আপনি ওদের সামনে এখনো এক্সামপল এবং ভবিষ্যতেও এক্সামপল ইনশাআল্লাহ।

সেই জন্য আপনার জন্য প্রথম পরামর্শ হলো সবকিছু একসাথে না করে যেটার গুরুত্ব বেশি আগে সেটা করুন। হয়ত এমন হতে পারে যে কোন কোর্স আর কিছুদিন করলেই শেষ হয়ে যাবে সেটার গুরুত্ব বেশি। অথবা আপনার হিফজের স্পিড ভালো থাকলে সব বাদ দিয়ে আগে হিফজ করতে পারেন। অথবা দ্বীনের বেসিক আরও একটু শেখার দরকার হলে সেটা আগে শিখতে পারেন। মোটকথা যেটার গুরুত্ব বেশি আগে সেটা করবেন, তবে একটা একটা করে। তাহলে ভালো ফল পাবেন ইনশাআল্লাহ।

~ উস্তাযা নায়লা নুযহাতের হিফজ কাউন্সেলিং গ্রুপের অডিও প্রশ্নোত্তর থেকে


আমার কুরআনের ছাত্রী হওয়ার শুরুটা হয়েছিল যেই সমস্ত কারণে, তার একটা ফটোতে উল্লেখিত এই হাদীস। আর কুরআন শেখানোর সিদ্ধান্তের শুরুটা ছিল শুধুমাত্র এই একটি হাদীসের কারণে। আলহামদুলিল্লাহ।

কুরআন স্কুলে যাওয়া শুরু করার পর সবার আগে জীবন থেকে বাদ পড়ে ফেসবুক। তেমন যোগাযোগ ছিলই না কারো সাথে।প্রায় ছয় বছর আমি কাউকে পড়াইনি। শিক্ষিকা হওয়ার অনুমতি পাওয়ার পরও মনেহত সেটার তো প্রয়োজন নেই- অন্যরা তো আছেন! আমি পড়তে থাকি- কত কী আছে জানার! তারপর একদিন এই হাদীসের ব্যাখ্যায় শুনলাম যাদেরকে সর্বোত্তম বলা হয়েছে, তারা একই সাথে পড়ে এবং পড়ায়! তখন এই শহরের পরিচিত অল্প কয়েকজন পরিচিত বোনদের পড়ানো শুরু করলাম। এভাবেই শুরু। আলহামদুলিল্লাহ।

এখন অনেক বোনদের মাঝে শুরু থেকেই কুরআন পড়ানোর আকাঙ্খা দেখি। ভালো লাগে সেটা- শিক্ষিকা বাড়বে মানেইতো আরো অনেকদূর আলো ছড়িয়ে পড়বে, আল্লাহ চাইলে। কিন্তু কষ্ট লাগে যে, এরকম আকাঙ্খা বাস্তবায়ন করার জন্য যেই ধৈর্য্য, সময় এবং ট্রেনিং লাগে- অনেকে এই প্রক্রিয়া টপকে শিক্ষিকা হতে চান! এটা কিন্তু ঠিক না! কেউ শিক্ষকতা শুরু করতে পারবে কিনা, এই বিষয়ে গ্রিন সিগন্যাল কিন্তু তার শিক্ষকের থেকে আসার কথা। একটা কোর্স করে বা কিছুদিন পড়ার পরই ক্লাস নিতে শুরু করে দেয়া ঠিক না- ওই গ্রিন সিগন্যাল পাওয়ার আগেই! কুরআন শেখানো অবশ্যই অত্যন্ত সম্মানিত একটি কাজ- কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে! অনেক সময় কিন্তু শুধু নিজের পড়ালেখায় কেউ কেমন সেটার ভিত্তিতে কাউকে শিক্ষিকা করা হয় না- শিক্ষিকা হওয়ার বাকি যোগ্যতা আছে কিনা সেটাও দেখা হয়!

তাই বোনেরা, অবশ্যই আমরা সর্বোত্তম হতে চাই। কিন্তু সেটা হতে হলে একটা নিয়ম আছে, প্রক্রিয়া আছে- যার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। আর সেই প্রক্রিয়ার প্রথম দিকের ধাপগুলোর একটা হলো মনোযোগী, নিষ্ঠাবান, ধৈর্য্যশীল স্টুডেন্ট হওয়া।

শিক্ষকতা শুরু করার আগে আমরা স্টুডেন্ট হওয়া তো শিখি!

তাই হ্যাঁ। আমরা সর্বোত্তম হতে চাই । তাড়াহুড়া করে যোগ্য হওয়ার আগেই না। একটা পর্যায়ে পৌঁছানোর পর।

আর, যখন শিক্ষিকা হয়ে গেলাম? তখনও এটা ভুললে চলবে না যে, সর্বোত্তম হতে হলে, শেখানোর পাশাপাশি শিখতেও থাকতে হবে।

❤️

~ ছাত্রীদের উদ্দেশ্যে উস্তাযা নায়লা নুযহাত




পাঠকের লেন্সে বই "কুরআনের সাথে পথচলা"

🤍🍃📸

--------

: বইটি পাবেন

https://forms.gle/wcxqFpMq9rfJiCbr6

এছাড়াও বিভিন্ন অনলাইন শপ এ, ইন শা আল্লাহ

আমাদের পেজ এ অর্ডার নিচ্ছি না


এই পেজটার owner উস্তাজা নায়লা। তাই অনেকে বিভিন্ন প্রশ্ন করেন উনার ব্যাপারে। ইনবক্সে আসা কিছু কমন প্রশ্নের উত্তর:

▪︎আমি উস্তাজার কাছে হিফজ করতে চাই।

উস্তাজা এই মুহূর্তে নতুন ছাত্রী নিচ্ছেন না।

▪︎আমি উস্তাজার কাছে সহীহ ভাবে কুরআন শিখতে চাই।

উস্তাজা শুধু এডভান্সড ছাত্রীদের পড়াচ্ছেন, যারা শিক্ষিকা হওয়ার যোগ্যতা রাখেন। এর উদ্দেশ্য হলো, শিক্ষিকা তৈরি করা। তাই নতুন কাউকে এই মুহূর্তে নিচ্ছেন না।

▪︎উস্তাজার সাথে ব্যক্তিগতভাবে কিভাবে কথা বলা যায়?

দুঃখিত আমরা উনার ব্যক্তিগত কন্ট্যাক্ট শেয়ার করতে পারবো না। উনার ক্লাস বা গ্রূপে যেই বোনেরা আছেন, তারা হয়তো লাইভ ক্লাসে কমেন্টের মাধ্যমে উনার সাথে যোগাযোগ করতে পারবেন।

▪︎উস্তাজা কি কোনো তাজউইদ থিওরী ক্লাস করাচ্ছেন?

এই মুহূর্তে না। সামনে যদি করান, তিনি তাঁর টেলিগ্রাম চ্যানেলে এনাউন্স করবেন।

▪︎উস্তাজার কোনো ফেসবুক আইডি আছে কি?

নেই। টেলিগ্রাম চ্যানেল আছে:

t.me/reflections_nayla

🌿যারা আমাদের পেজ এবং সংশ্লিষ্ট আরো কিছু একাউন্টের টেলিগ্রাম লিংক চেয়েছেন:

t.me/WiththeQuran

t.me/goodword2021


কোনোদিন সকালে উঠেই মনের মত করে পড়তে পারা...

কখনো পড়তে বসার আগেই বাসার সকলের ক্ষিদে পাওয়া.. অতঃপর, পড়া বাদ দিয়ে নাস্তা রেডি করা...

কখনো ক্ষুধা কেবল চায়ের কাপে আটকে রাখা- খাওয়ার জন্য একবার উঠলে আর পড়া হবে না তাই...

কখনো.... কখনো... কখনো....

তারপরও চলতে থাকা...

কুরআনের সাথে যাত্রা মানেই, টক, ঝাল, মিষ্টি!

❤️

~ ছাত্রীদের উদ্দেশ্যে উস্তাযা নায়লা নুযহাত

20 ta oxirgi post ko‘rsatilgan.

6 524

obunachilar
Kanal statistikasi